Monday, January 3, 2022

X1 class admisssion

 বার এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। অন্যদিকে, একাদশ শ্রেণিতে আসন রয়েছে ২৪ লাখ ৪০ হাজার ২৪৯টি। সেই হিসাবে বহু আসন খালি থেকে যাবে। মূলত নামিদামি কলেজের আসন পেতে ভর্তির মূল লড়াইটা হবে।

দিকে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে গলাকাটা ফি আদায় বন্ধ করতে এ বছরও ভর্তি ফি নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে ঢাকা শহরে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বোচ্চ ভর্তি ফি পাঁচ হাজার, অন্য মেট্রোপলিটন এলাকায় সর্বোচ্চ তিন হাজার, জেলা সদর ও পৌর এলাকায় দুই হাজার, উপজেলা পর্যায়ের কলেজে ভর্তি ফি এক হাজার টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। ভর্তির নিয়মাবলি, কোঠা, অন্য শর্তাবলি চূড়ান্ত করে গতকালই ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বাংলাদেশ শিক্ষা, তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) হিসাবে দেখা গেছে, সারাদেশে সরকারি-বেসরকারি পর্যায়ে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে আট হাজার ৮৬৪টি। এর মধ্যে মানসম্মত কলেজের সংখ্যা মাত্র পৌনে ২০০। এসব কলেজে আসন সংখ্যা ৫০ হাজারের মতো। তাই সর্বোচ্চ ভালো ফল করা এক লাখ ৮৩ হাজার ৩৪০ শিক্ষার্থীর মধ্যে ওই সব কলেজে আসন পেতে লড়াই হবে। চাইলেও সবাই পছন্দের ভালো কলেজে ভর্তি হতে পারবে না। একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ঢাকাসহ বিভাগীয় বড় কলেজে ভিড় করে। শুধু জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদেরই সুযোগ করে দেওয়ার মতো প্রতিষ্ঠান ঢাকা ও দেশের বড় শহরগুলোতে নেই।

ব্যানবেইসের হিসাবে, ঢাকা বিভাগে ৭০টি, রংপুর বিভাগে ২৯টি, বরিশাল বিভাগে ১২টি, রাজশাহী বিভাগে পাঁচটি, চট্টগ্রাম বিভাগে ১৭টি, খুলনা বিভাগে ১১টি এবং সিলেট বিভাগে ২২টি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব কলেজে নিজ নিজ বিভাগের জিপিএ ৫ ধারীরাও ভিড় করলে সবার সংস্থান হবে না। সে ক্ষেত্রে বাকিরা

https://youtu.be/olwn4AF3ay4