Monday, March 11, 2019

কোষের গঠন জীব বিজ্ঞান ১ম একাদশ


কি কি শিখবে?

ক্রোমোজোমের সংজ্ঞা বলতে পারবে

আবিষ্কারক  নামকরনকারির নাম লিখতে পারবে

চিহ্নিত চিত্র আঁকতে পারবে

রাসায়নিক গঠন ব্যাখ্যা করতে পারবে 

ক্রোমোজোমঃ—নিউক্লিক এসিডপ্রোটিন গঠিত


 স্বপ্রজননশীল, সুত্রাকার  যে গঠন জীবের বংশগতিতে বৈশিষ্ট্য বহন
 করে তাকে ক্রোমোজোম বলে
১৮৭৫সালে বিজ্ঞানী Strasburger  এটি আবিষ্কার করেন
১৮৮৮সালে বিজ্ঞানী Waldeyer এটি নামকরন করেন
প্রজাতি ভেদে ক্রোমোজোম সংখ্যা ভিন্ন,যেমনঃ
মানুষে-৪৬টি ও ধানে-২৪ টি ক্রোমোজোম দেখা যায়

No comments:

Post a Comment