Monday, March 11, 2019

Riccia ,Bryophyta জীব বিজ্ঞান ৬ ষ্ট অধ্যায় একাদশ দ্বাদশ







১।প্রধান উদ্ভিদ গ্যামেটোফাইট (n)।
২।দেহ থ্যালয়েড অর্থামূল কান্ডপাতায় ভাগ করা যায় না
৩।থ্যালাস বিষমপৃষ্ঠ,ফিতার মত,সবুজ বর্ণের
৪।এদের দ্ব্যগ্র শাখা ঘন সন্নিবিষ্ট হয়ে ফুলের পাপড়ির মত গঠন তৈরী করে যাকে রোজেট (rossette) বলে
৫।থ্যালাসের উপর পৃষ্টে লম্বালম্বিভাবে মধ্যশিরা আছে
৬।থ্যালাসের প্রতিটি শাখার অগ্রভাগে একটি অগ্রীয় খাঁজ(apical notch)থাকে
৭। পুরানো থ্যালাস শুকিয়ে নিচের পৃষ্ঠে বহুকোষী শ্বল্ক(scale) সৃষ্টি হয়
৮।মূলের পরিবর্তে এককোষী রাইজয়েড (rhizoid) থাকে যেগুলো থ্যালাস কে মাটির সাথে আটকে রেখে পানিখনিজ লবন শোষন করে

No comments:

Post a Comment