Monday, March 11, 2019

উত্তর আফ্রিকায় ফাতেমী খিলাফত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি একাদশ দ্বাদশ




 এই পাঠ শেষে শিক্ষার্থীরা বলতে পারবে-
 ১। ফাতেমীয়দের পরিচয়
 ২। উত্তর আফ্রিকায় ফাতেমীয় খেলাফতের উল্লেখযোগ্য শাসকদের  
     শাসনকাল
 ৩। জ্ঞান-বিজ্ঞান চর্চায় ফাতেমীয়দের অবদান
 ৪। ফাতেমীয় খেলাফতের পতনের কারন 

ফাতেমীয়দের পরিচয়ঃ
ইসলামের ইতিহাসে চতুর্থ খলিফাহযরত মুহাম্মদ (সাঃ) এর জামাতা হযরত আলী (রাঃ) ও 
নবীকন্যা হযরত ফাতেমা (রাঃ)এর বংশধরগন ইসলামের ইতিহাসে ফাতেমী নামে পরিচিতি
ফাতেমীরা উত্তর আফ্রিকায় যে খেলাফত প্রতিষ্ঠা করে সেটাই ফাতেমীয় ফেলাফত নামে পরিচয় লাভ করে

No comments:

Post a Comment