Monday, March 11, 2019

আব্বাসীয় খিলাফত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি একাদশ দ্বাদশ




এই পাঠ শেষে শিক্ষার্থীরা-
üআব্বাসীয়দের পরিচয় বলতে পারবে।
ü“জ্ঞান বিজ্ঞানের স্বর্ণযুগ  আব্বাসীয় খিলাফত” ব্যাখ্যা করতে পারবে।
üজ্ঞান বিজ্ঞানে আব্বাসীয়দের অবদান বর্ননা করতে পারবে।
üআব্বাসীয়দের সাহিত্য সংস্কৃতি বিকাশ সম্পর্কে বর্ণনা করতে পারবে এবং সে সবের চর্চায় উদ্বুদ্ধ হবে।

৭৫০ খ্রিঃ জাবের যুদ্ধে উমাইয়া বংশের পতনের মধ্য দিয়ে আব্বাসীয় বংশের উত্থান ঘটে।

 নবী করিম (সাঃ) এর চাচা আবুল আব্বাসের নামানুসারে আব্বাসীয় বংশের নামকরণ করা হয়।(৭৫০-১২৫৮) খ্রিঃ পর্যন্ত 
মোট ৩৭ জন খলিফা আব্বাসীয় খিলাফত পরিচালনা করেন।আব্বাস আস-সাফফাহ কে এ বংশের প্রতিষ্ঠাতা বলা হয়,
 কিন্তু প্রকৃত প্রতিষ্ঠাতা  হলেন আবু জাফর আল মনসুর।

No comments:

Post a Comment