Monday, March 11, 2019

ইংরেজদের বাংলা আধিপত্য বিস্তার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি একাদশ দ্বাদশ




আজকের পাঠ শেষে শিক্ষার্থীরাঃ-

. ইংরেজরা প্রথম  বাংলায় কবে আসে বলতে পারবে
২. রবার্ট  ক্লাইভের দৈতশাসন  শাসন সম্প্রর্কে  বলতে   পারবে


১৭৫৭ সালে সংঘটিত পলাশির যুদ্ধে ইংরেজদের বাংলার নবাব সিরাজ উদ দৌলার 
পরাজইয় ঘটে।আর এর মধ্যে  দিয়েই ভারতবর্ষে সুত্রপাত ঘটে ইষ্ট ইন্ডিয়া

কোম্পানি ঔপনিবেশিক  শাষনের।তারা
১৯০ বছর এ উপমহাদেশ শাষন-শোষন করে।এ দীর্ঘ 
ঔপনিবেশিক  শাষনের বেড়াজালে আবদ্ধ উপমহাদেশবাসী বিভিন্ন সময়ে তাদের ন্যায্য অধিকার ও দাবি আদায়ে সোচ্চার হয়েছে অনেক সময় সফল হয়েছে, আবার ব্যর্থ হয়েছে 
আন্দলোন-সংগ্রামের নানা ধারাবাহিকতায়
১৯৪৭ সালে ঐ উপমহাদেশ ব্রিটিশদের শাষনমুক্ত হয়েছে।ফলে বিশ্ব মানচিত্রে উদ্ভব ঘটেছে ভারত-পাকিস্তান নামক দুটি আলাদা রাষ্ট্রের ।পরবর্তীতে (১৯৭১) পাকিস্তান রাষ্ট্রিটি বিভক্ত হয়ে বাংলাদেশ নামক আর একটি নতুন রাষ্ট্রের জন্ম হয়েছে।


No comments:

Post a Comment